নারীর পোশাক নিয়ে অমিতাভের টুইটে নেটদুনিয়ায় নিন্দার ঝড়
প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ১০:৫৭
নারীর পোশাক নিয়ে অমিতাভের টুইটে নেটদুনিয়ায় নিন্দার ঝড়
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

অমিতাভ বচ্চনকে বলা হয় বলিউড শাহেনশাহ। ৮০ বছর বয়সে এখনো সরব অভিনয়ে। নিয়মিত সোশ্যাল মিডিয়াতেও দেখা যায় তাকে। কাজের বাইরে ব্যক্তিগত ও সমকালীন বিষয় নিয়েও নিজের ভাবনা প্রকাশ করতে এ মাধ্যমকে ব্যবহার করে থাকেন।


২০১০ সালের ১২ জুন একটি টুইট করেন অমিতাভ বচ্চন। টুইটে বরেণ্য এই অভিনেতা লিখেন, ইংরেজি ভাষায় ‘ব্রা’ কেন একবচন, প্যান্টিস কেন বহুবচন।


১৩ বছর পর পুরোনো সেই টুইট এখন নেটদুনিয়ায় ভাইরাল। অমিতাভের এমন টুইট নিয়ে নিন্দার ঝড় বইছে নেটদুনিয়ায়।


মূলত, নেটিজেনদের একজন পুরোনো টুইটটি রি-শেয়ার করেন। তারপরই শুরু হয় আলোচনা। অনিরুদ্ধ নামে একজন লিখেছেন, ‘আপনার কাছ থেকে এমনটা প্রত্যাশা করিনি।’ আরেকজন লিখেছেন, ‘ও শিট! এটা কি সত্যি?’


আরেকজন লিখেছেন, ‘আপনার কাছ থেকে এমন ব্যবহার আশা করিনি।’ অন্যজন লিখেছেন, ‘কেন জয়াজি আপনাকে বলেননি?’ নেটিজেনদের কেউ কেউ দাবি তুলেছেন— ‘এজন্য আপনাকে ক্ষমা চাইতে হবে।’ এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে নেটদুনিয়ায়।


অমিতাভ বচ্চন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘উঁচাই’। গত বছরের ১১ নভেম্বর মুক্তি পায় এটি। বর্তমানে তার হাতে ৬টি সিনেমার কাজ রয়েছে। সিনেমাগুলো হলো— প্রজেক্ট কে, বাটারফ্লাই, খাকি টু প্রভৃতি।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com