'কাওয়ালির সাথে আধুনিক সুরকে মেলানো বেশ মজাদার চ্যালেঞ্জ ছিল'
প্রকাশ : ২৬ জুন ২০২৩, ০১:৩৮
'কাওয়ালির সাথে আধুনিক সুরকে মেলানো বেশ মজাদার চ্যালেঞ্জ ছিল'
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

শনিবার (২৪ জুন) রাতে প্রকাশ হয়েছে দ্বিতীয় সিজনের ৮ নম্বর গানটি। অনুষ্ঠানটির মূল সংগীত প্রযোজক অর্ণব হলেও এই গানটির সংগীত প্রযোজনা ফুয়াদ আলমুক্তাদিরের। যা ঈদের বিশেষ উপহার হিসেবে প্রকাশ করেছে কর্তৃপক্ষ। ফুয়াদের সংগীতায়োজনে গানটিতে মূলত কণ্ঠ দিয়েছেন তরুণশিল্পী সৌম্য মুর্শিদাবাদী নামে খ্যাত সৌম্যদীপ শিকদার। তার সাথে আছেন তাশফি, সূচনা শেলী, বগা তালেব প্রমুখ।


মোহাম্মাদ আব্দুল গণি ওরফে গণি পাগলের লেখা এই গানটির নতুন সংগীতায়োজন শ্রোতাদের মুগ্ধ করতে, তাতে কোনও সন্দেহ নেই। তবে দর্শকরা গানটির কোরাস লাইনে একতারা হাতে অর্ণবকে দেখে বিস্মিত হতে পারেন। কারণ, সাধারণত কোরাসে অংশ নেন অপেক্ষাকৃত তরুণ বা অপরিচিত শিল্পীরা। সেখানে এই গানে অর্ণবকে সস্ত্রীক দেখা মিলেছে কোরাস শিল্পীর ভূমিকায়।


এদিকে ‘দেওয়ানা’ গানটির মাধ্যমে নিজের সিগনেচার স্টাইলে বাংলা কাওয়ালি সংগীতে নতুন মাত্রা যোগ করলেন ফুয়াদ আলমুক্তাদির। সৌম্য মুর্শিদাবাদীর সুরেলা গজলের মতো কণ্ঠের সাথে যুক্ত হয়েছে তাশফি ও সূচনা শেলীর শ্রুতিমধুর কণ্ঠ। ঐতিহ্যের সাথে মাতিয়ে তোলা সুর, পপ বেজলাইন এবং সমসাময়িক সব উপাদানের মিশেলে বাংলা কাওয়ালি সংগীতের রিয়েল ম্যাজিক ফুটে উঠেছে এই গানে।


ফুয়াদ আলমুক্তাদির বলেন, ‘বাংলা কাওয়ালির সাথে আধুনিক সুরকে মেলানো বেশ মজাদার একটা চ্যালেঞ্জ ছিল। এই কাজটা আমরা দারুণ উপভোগ করেছি। আমাদের পর্দার পেছনের প্রচেষ্টার ফলাফল হিসেবে চমৎকার একটা গান তৈরি হয়েছে, এটা খুবই আনন্দের ব্যাপার। আশা করছি, ঈদের সময় সবাই এই গান উপভোগ করবেন।’


গানটির মূল কণ্ঠশিল্পী সৌম্যদীপ শিকদার (সৌম্য মুর্শিদাবাদী)’র মতে, ‘কোক স্টুডিও বাংলা-র দু’টি সিজনেই আমি পারফর্ম করেছি এবং গান দু’টি একটি অপরটি থেকে সম্পূর্ণ আলাদা। এটাই এই প্ল্যাটফর্মের সৌন্দর্য, এখানে আমরা নতুন কিছু নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে পারি। ‘দেওয়ানা’ গানটির সাথে দর্শক-শ্রোতারা সংযোগ ঘটাতে পারবেন, তারা গানটি উপভোগ করবেন বলে আমরা আশাবাদী।”


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com