শিরোনাম
নির্বাচনে ৭ যুদ্ধাপরাধী অংশ নিয়েছে: ড. মান্নান
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০১৮, ১৫:০৬
নির্বাচনে ৭ যুদ্ধাপরাধী অংশ নিয়েছে: ড. মান্নান
ফাইল ছবি
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল মান্নান বলেছেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাত জন যুদ্ধাপরাধী অংশগ্রহণ করছে। এদেরকে ভোট না দেওয়া উচিত। এদের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নেওয়া উচিৎ।


বুধবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জহির রায়াহান মিলনায়তনের সেমনিার কক্ষে আয়োজিত এক আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


ড. আব্দুল মান্নান বলেন, যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল ঢাকা এসেছে। তারা বর্তমান জামায়াত-ঐক্যফ্রন্ট নেতা ড. কামালের সাথে কথা বলেছেন। তিনি তাদেরকে জানিয়েছেন- দেশে কোনো যুদ্ধপরাধী নাই, কোনো জামায়াত নাই। কাকে আপনি রোল মডেল ধরবেন! এটা আমাদের লজ্জাজনক।


সহযোগী অধ্যাপক আনিসা পারভিনের সঞ্চলনায় সেমিনারে আরো বক্তব্য দেন জাতীয় বিশ্বব্যিালয়ের উপ-উপাচার্য অধ্যাপক হারুনুর রশিদ, ঢাবি ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক মেসবাহ কামাল, সেমিনারের আহবায়ক অধ্যাপক এ টি এম আতিকুর রহমান, সেমিনারের সভাপতি অধ্যাপক আরিফা সুলতানা, অধ্যাপক মুজাহিদুল ইসলাম প্রমুখ।


জাবির ইতিহাস বিভাগ ও ঢাবির ইতিহাস বিভাগ যৌথভাবে এই সেমিনারের আয়োজন করেছে। সেমিনারের মূল প্রতিপাদ্য বিষয় ‘মুক্তিযুদ্ধের জন্য ইতিহাস’।


বিবার্তা/শরীফুল/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com