শিরোনাম
বালিকা স্কুল-কলেজে শরীরচর্চা শিক্ষক হবেন শুধু নারী
প্রকাশ : ০৭ নভেম্বর ২০১৮, ১৯:০২
বালিকা স্কুল-কলেজে শরীরচর্চা শিক্ষক হবেন শুধু নারী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

এখন থেকে দেশের বেসরকারি বালিকা বিদ্যালয় এবং মহিলা কলেজে শরীরচর্চা শিক্ষক হিসেবে শুধু নারীদের নিয়োগ দেয়া হবে। মঙ্গলবার (৬ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।


নারী শিক্ষা প্রসারে প্রতিষ্ঠানগুলোতে কন্যাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।


পরিপত্রে বলা হয়েছে, বেসরকারি বালিকা বিদ্যালয় ও মহিলা কলেজগুলোতে শরীরচর্চা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নারী শিক্ষক নিয়োগ দিতে হবে। এ ক্ষেত্রে বিদ্যমান নিয়োগ প্রক্রিয়া যথাযথভাবে পালন করতে হবে।


জানা গেছে, ইতোমধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এবং দেশের সব শিক্ষা বোর্ডে এ সংক্রান্ত চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।


বিবার্তা/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com