শিরোনাম
বশেমুরবিপ্রবির ভর্তি পরীক্ষা শুরু
প্রকাশ : ০২ নভেম্বর ২০১৮, ১৫:০৪
বশেমুরবিপ্রবির ভর্তি পরীক্ষা শুরু
বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।


শুক্রবার সকালে ‘ডি’ ইউনিটের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং বিকাল ৩টা থেকে শুরু হবে ‘ই’ ইউনিটের পরীক্ষা।


ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সার্বক্ষণিক নজর রাখছে।


বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ গোপালগঞ্জ শহরের ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানগুলো হলো- বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শেখ হাসিনা সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ, স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়, গোপালগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, গোপালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি বঙ্গবন্ধু কলেজ, শেখ ফজিলাতুনেসা সরকারি মহিলা কলেজ, হাজী লাল মিয়া সিটি কলেজ, গোপালগঞ্জ মহিলা ফাজিল মাদ্রাসা, গোপালগঞ্জ এস কে আলিয়া মাদ্রাসা, যুগশিখা হাই স্কুল, বীণাপাণি সরকারি উচ্চ বিদ্যালয়, এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।


শনিবার (৩ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘এফ’ ইউনিটের এবং বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘জি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।


শুক্রবার (৯ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘সি’ ইউনিটের এবং বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘এইচ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শনিবার (১০ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘আই’ ইউনিটের ও বিকাল ১টা থেকে ২টা পর্যন্ত ‘বি’ ইউনিটের এবং বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।


এছাড়া ভর্তি পরীক্ষা ও আসন বিন্যাস সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.bsmrstu.edu.bd জানা যাবে।


বিবার্তা/সৈকত/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com