শিরোনাম
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছায়াছবি উৎসব শুরু
প্রকাশ : ৩০ অক্টোবর ২০১৮, ২৩:০০
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছায়াছবি উৎসব শুরু
জাককানইবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) শুরু হয়েছে 'ছায়াছবি উৎসব ২০১৮'। মঙ্গলবার শতাধিক বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম।


জাককানইবি'র ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের আয়োজনে এই উৎসব ৩১ অক্টোবর পর্যন্ত চলবে।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান তুহিন অবন্ত, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীর প্রমুখ।


দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কনফারেন্স কক্ষে সিনেমা ডিসেকশন পর্বে গণমাধ্যম ব্যক্তিত্ব ম হামিদের সভাপতিত্বে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফাহমিদা আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুহাম্মদ রাশেদুল আনাম। এ সময় ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক অভিনেতা মনোজ কুমার প্রামাণিকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


বিবার্তা/পাভেল/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com