শিরোনাম
বাকৃবিতে বাঁধনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৮, ২১:০১
বাকৃবিতে বাঁধনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বাকৃবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আনন্দর‌্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পালিত হয়েছে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন 'বাঁধন'র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী। বাকৃবি জোনাল পরিষদের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।


এ উপলক্ষে বুধবার বিকালে র‌্যালি বের করা হয়। র‌্যালীটি বাকৃবি বাঁধনের কার্যালয় থেকে শুরু হয়ে ক্যাম্পসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বাধঁনের কার্যালয়ে কেক কাটা হয়। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা।


বাঁধন বাকৃবি জোনের সভাপতি শওকত ইসলাম শাকিলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফসল উদ্ভিদ বিজ্ঞানের অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফৌজিয়া সুলতানা।


বিবার্তা/রাকিব/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com