শিরোনাম
ঢাবির প্রশ্ন ফাঁসের ঘটনায় তদন্ত কমিটি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৮, ১৬:৪৭
ঢাবির প্রশ্ন ফাঁসের ঘটনায় তদন্ত কমিটি
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ সামাদকে তদন্ত কমিটির প্রধান রাখা হয়েছে।কমিটির অন্য দুই সদস্য হলেন, জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ইমদাদুল হক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মাকসুদুর রহমান।কমিটিকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।


তদন্ত কমিটির বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বিবার্তাকে বলেন, প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


প্রসঙ্গত, গতকাল শুক্রবার ঢাবির 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল দশটায় শুরুর কিছুক্ষণ পর একজন সাংবাদিক বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক সোহেল রানাকে হাতে লেখা ১০০টি প্রশ্ন উত্তরসহ সরবরাহ করেন। পরে পরীক্ষা শেষ হলে ফাঁস হওয়া ঐ প্রশ্নের সাথে তার ৭২টি হুবহু মিলে যায়।


তবে প্রশ্নফাঁসের বিষয়টি অস্বীকার করে গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী সাংবাদিকদের বলেন, প্রশ্ন ফাঁস নয়, এটা ডিজিটাল জালিয়াতি হতে পারে। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত করে দেখবে। আর এ ঘটনায় আজকে তদন্ত কমিটি গঠন করা হলো।


উল্লেখ্য, এর আগে গত বছরও ঘ ইউনিটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল। আর এ অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করলেও একবছরে সে কমিটি তদন্ত শেষ করতে পারেনি।


বিবার্তা/রাসেল/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com