শিরোনাম
ঢাবিতে দুর্যোগ প্রশমন দিবসে শোভাযাত্রা
প্রকাশ : ১১ অক্টোবর ২০১৮, ১৭:১৯
ঢাবিতে দুর্যোগ প্রশমন দিবসে শোভাযাত্রা
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ ইনস্টিটিউটের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রা উদ্বোধন করেন।


এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মাহবুবা নাসরীন।


উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ সারাবিশ্বে রোল মডেল। নানাবিধ কার্যক্রম গ্রহণ করার ফলে দেশে দুর্যোগের প্রাণহানি কমে এসেছে। দুর্যোগের ক্ষয়-ক্ষতি আরও কমিয়ে আনতে সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণের প্রতি গুরুত্বারোপ করেন তিনি।


শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার ভবনে দিবসটির প্রতিপাদ্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকে সারাবিশ্বে দিবসটি উদযাপিত হয়ে আসছে।


বিবার্তা/রাসেল/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com