শিরোনাম
কামিল মাস্টার্স পরীক্ষার ফলাফল প্রকাশ
প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৮, ২১:১৬
কামিল মাস্টার্স পরীক্ষার ফলাফল প্রকাশ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৮ সালে অনুষ্ঠিত কামিল মাস্টার্স পরীক্ষা-২০১৫ এর ফলাফল প্রকাশিত হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ ফলাফল ঘোষণা করেন।


বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) রোশন খান, ডিন, প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দীকী, উপ-রেজিস্ট্রার, ড. এম. আবু হানিফা, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত), আবদুল খালেক, সহকারী রেজিস্ট্রার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।


বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানা গেছে।


ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে সারা দেশের ২০১৮ সালে অনুষ্ঠিত কামিল মাস্টার্স (১ বছর মেয়াদী) পরীক্ষায় ১ হাজার ১৩০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ১০ জন, পাশের হার ৮৯ দশমিক ৩৮ শতাংশ।


বিবার্তা/বিজ্ঞপ্তি/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com