শিরোনাম
জিতে গেল ক্যান্সার, হেরে গেল নীরব!
প্রকাশ : ০৫ অক্টোবর ২০১৮, ১৪:৪৫
জিতে গেল ক্যান্সার, হেরে গেল নীরব!
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে দুই বছর লড়াই করে অবশেষে হেরে গেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী মুখলেসুর রহমান। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে সাতক্ষীরার বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


নীরবের বাবা জানান, বছর দুয়েক ধরেই মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিল নীরব। প্রাথমিক অবস্থায় গত বছর ভারতে চিকিৎসা করানোর পর বেশ ভালোই ছিল সে। তবে মাস দুয়েক আগে আবার ধরা পড়ে ক্যান্সারের জীবানু। এটি ক্যান্সারের শেষ ধাপ বলে চিহ্নিত করেন চিকিৎসকরা। আর্থিকভাবে অসচ্ছল নীরবের পারিবারিক টানাপোড়েনের মধ্যেও চিকিৎসা চলছিলো সাতক্ষীরার বেসরকারি একটি হাসপাতালে।


সম্প্রতি নীরবের অবস্থা গুরুতর হলে জবি ক্যাম্পাসের কিছু শিক্ষার্থী প্রায় দেড় লাখ টাকা সংগ্রহ করে। সেই টাকা দিয়ে তাকে কিছুটা উন্নত হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ভর্তির মাত্র একদিনের মাথায় শুক্রবার অন্তিম জীবনের পথে পা বাড়ান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী এই শিক্ষার্থী।


বিবার্তা/আদনান/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com