শিরোনাম
ক্লাস ও পরীক্ষা সচলের দাবিতে জাবি শিক্ষার্থীদের অবরোধ
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১২:২০
ক্লাস ও পরীক্ষা সচলের দাবিতে জাবি শিক্ষার্থীদের অবরোধ
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ক্লাস ও পরীক্ষা সচলের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ওই বিভাগের গেটে তালা ঝুলিয়ে অবরোধ করে রেখেছে।


রবিবার সকাল থেকে ওই বিভাগের মুল গেটে তালা ঝুলিয়ে অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। অবরোধের ফলে ওই বিভাগে আটক পড়েছে শিক্ষকরা।



ওই বিভাগের শিক্ষার্থীরা জানায়, গেল ১৩ দিন ধরে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে। এমন অবস্থায় বিপাকে পড়েছে ওই বিভাগের শিক্ষার্থীরা। ক্লাস পরীক্ষা সচ্ছল না হওয়া পর্যন্ত ওই বিভাগ অবরোধ থাকবে।



অন্যদিকে কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি না করে ৪০তম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করার প্রতিবাদে ও ৩ দফা দাবি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করার চেষ্টা করলে তাদের ব্যানার পুকুরের পানিতে ফেলে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।


বিবার্তা/শরীফুল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com