শিরোনাম
জবি ক্যাম্পাসে বহিরাগত মাদকসেবী ঠেকাল ছাত্রলীগ
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ২৩:০১
জবি ক্যাম্পাসে বহিরাগত মাদকসেবী ঠেকাল ছাত্রলীগ
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত এক মাদকসেবীকে প্রতিহত করল জবি ছাত্রলীগের কর্মীরা। বৃহস্পতিবার রাত ৮টার দিকে ক্যাম্পাসের কলা ভবনের সামনে এ ঘটনা ঘটে।


সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় সোহরাওয়ার্দী কলেজের এক ছাত্র জবি ক্যাম্পাসে প্রবেশ করে কলা ভবনের দিকে যেতে থাকে। বহিরাগত হিসেবে তাঁকে অনুসরণ করে কয়েকজন ছাত্রলীগ কর্মী। পরে তারা ওই বহিরাগতকে গাজা সেবনরত অবস্থায় পায়। এ সময় তার পকেট থেকে গাজাও উদ্ধার করে তারা। এ অবস্থায় ছাত্রলীগ কর্মীদের সাথে সে কথা কাটাকটি ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে। তাকে পুলিশে ধরিয়ে দিতে গেলে সে দৌড়ে পালিয়ে যায় ।


ছাত্রলীগ কর্মী তুর্য বলেন, এসব মাদকসেবী ও বহিরাগতদের কারণে ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ ব্যাহত হয়। এতে আমাদের নিরাপত্তাহীনতায় ভুগতে হয়। এ ব্যাপারে আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।


জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেল বলেন, বিশ্ববিদ্যালয় কোনো মাদক সেবনের জায়গা না। মাদকসেবী কাওকে প্রশ্রয় দেয়া হবে না, সে যেই হউক তাঁকে আইনের হাতে তুলে দেয়া হবে।


বিবার্তা/আদনান/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com