শিরোনাম
ডুয়েটে শিক্ষকদের প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা
প্রকাশ : ২৬ জুলাই ২০১৮, ২০:১১
ডুয়েটে শিক্ষকদের প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ‘রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি অ্যান্ড ইথিক্যাল প্রিন্সিপালস্ অব দ্যা ইউনিভার্সিটি টিচার’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গুণগত মান উন্নয়নের লক্ষ্যে ডুয়েটের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল’র (আইকিউএসি) উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।


আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলাউদ্দিন। স্বাগত বক্তব্য দেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. রেজাউল করিম।


টেকনিক্যাল সেশনে ‘রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি অ্যান্ড ইথিক্যাল প্রিন্সিপালস্ অব দ্যা ইউনিভার্সিটি টিচার’ বিষয়ক আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রফেসর ড. আনিসুজ্জামান। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।


বিবার্তা/বিজ্ঞপ্তি/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com