শিরোনাম
রাবি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী
প্রকাশ : ১৯ জুলাই ২০১৮, ১৫:২৮
রাবি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী
রাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।


দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ কলা ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করে সংগঠনটি। পরে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে রাকসু ভবনের সামনে র‌্যালিটি শেষ হয়।


এর আগে র‌্যালির উদ্বোধন করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের বর্তমান সহ-সভাপতি বাংলা বিভাগের সহকারী অধ্যাপক গৌতম গোস্বামী, সংগঠনটির কার্যনির্বাহী সদস্য সংস্কৃত বিভাগের অধ্যাপক জুয়েলী বিশ্বাস প্রমুখ।



এ সময় অন্যদের উপস্থিত ছিলেন সংগঠনটির বর্তমান সাধারণ সম্পাদক আসম শিবলী শিহাব, দফতর সম্পাদক আজম খান, সাবেক সাধারণ সম্পাদক হাসান ঈমাম সুইট, সাবেক রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি সোহেল রানাসহ সংগঠনটির সাধারণ সদস্যরা।


প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংহতি জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল খালেক, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল্লাহ্।


১৯৯৭ সালের ১৯ জুলাই বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে আসছে সংগঠনটি।


বিবার্তা/নাজমুল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com