শিরোনাম
এনইউবিটি খুলনাতে আন্তর্জাতিক শিক্ষা মেলা অনুষ্ঠিত
প্রকাশ : ০৭ জুলাই ২০১৮, ১৫:২১
এনইউবিটি খুলনাতে আন্তর্জাতিক শিক্ষা মেলা অনুষ্ঠিত
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনার উদ্যোগে দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা ও সেমিনারের আয়োজন করা হয়েছে।


শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সেমিনার ও শিক্ষা মেলার উদ্বোধন করেন, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের রেজিস্টার লে: কর্নেল (অব:) ইকতেদার আহমেদ সিদ্দিকী।


অনুষ্ঠানে চীনে অবস্থিত ন্যাংটং কলেজ অব সাইন্স অ্যান্ড টেকনোলজির সাথে এনইউবিটিকে এর সমঝোতা চুক্তির আওতায় চীন সরকার প্রদত্ত ১০০% স্কলারশিপ এ চীনে শিক্ষার্থীদের পড়ালেখার সুযোগ নিয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত ও প্রামাণ্য চিত্র উপস্থাপন করা হয়।



উল্লেখ প্রতি বছর চীন সরকার এনইউবিটি খুলনাকে ১০০টির অধিক স্কলারশিপ প্রদান করে থাকে।


এ সময় আরো উপস্থিত ছিলেন প্রফেসর মো. ইব্রাহিম, ব্যবসায় অনুষদের ডিন মো. রবিউল ইসলাম, প্রক্টর ও বিভাগীয় প্রধান, কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিয়ারিং বিভাগ, এস.এম. মনিরুল ইসলাম, বিভাগীয় প্রধান, ব্যবসা প্রশাসন বিভাগ ও রেজিস্টার (ইনচার্জ) এ.এইচ.এম. মনজুর মোর্শেদসহ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক, কর্মকর্তারা।


অনুষ্ঠানটি পরিচালনা করেন, সহকারী অধ্যাপক মাসুম মুরতাজা।


বিবার্তা/বিজ্ঞপ্তি/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com