শিরোনাম
রাবিতে নিয়মের নামে র‌্যাগিং, শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি
প্রকাশ : ০২ জুলাই ২০১৮, ১৪:২৭
রাবিতে নিয়মের নামে র‌্যাগিং, শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি
রাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) খালেদা জিয়া আবাসিক হলের ডরমেটরিতে বৃষ্টি নামের এক ছাত্রীকে র‌্যাগিংয়ের অভিযোগ উঠেছে। এ সময় ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন।


বৃষ্টি বিশ্ববিদ্যালয় ফোকলোর বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। রবিবার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, ডরমেটরিতে নতুন শিক্ষার্থী আসলেই কিছু নিয়ম কানুন শিক্ষা দেন ডরমেটরির সিনিয়ররা। সেই ধারাবাহিকতায় গতকাল রাতে ডরমেটরির নতুন শিক্ষার্থীদের নিয়ম জানাতে সভায় বসেন সিনিয়ররা। এ সময় বৃষ্টি নামের ওই শিক্ষার্থী অসুস্থ জানা থাকলেও তাকে নিয়ম মুখস্ত করতে ৫০ বার পড়ার নির্দেশ দেয়া হয়। নিয়ম পড়তে পড়তে আরো অসুস্থ হয়ে পড়ে বৃষ্টি। এ সময় তার শ্বাসকষ্ট শুরু হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।


অভিযোগ উঠেছে, নতুন সবাইকে মোট ১১টি নিয়ম কানুন শিক্ষা দেয়ার নামে গালি দেয়া হয়।


এ বিষয়ে ভুক্তভোগী ওই শিক্ষার্থীর সাথে কথা বলা সম্ভব হয়নি। সে এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩৬নং ওয়ার্ডে ভর্তি আছেন। কর্তব্যরত চিকিৎসকরা বলেন, বৃষ্টিকে আশংকাজনক অবস্থায় ভর্তি করা হয়। তবে সে এখন আগের থেকে সুস্থ আছে।


এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় বেগম খালেদা জিয়া হলের প্রাধ্যক্ষ মাহবুবা সরকার বলেন, বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। খোঁজ নিয়ে দেখছি।


বিবার্তা/পাভেল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com