শিরোনাম
কোটা আন্দোলনকারীদের ওপর হামলা
প্রকাশ : ৩০ জুন ২০১৮, ১২:৫৩
কোটা আন্দোলনকারীদের ওপর হামলা
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।


এ ঘটনায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর আহত হয়েছেন বলে জানা যায়।


কোটাপ্রথা বাতিলে প্রজ্ঞাপন জারি না হওয়ায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা ঘটনার স্থলে সংবাদ সম্মেলন করে তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করার কথা ছিল।


পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন কোটা আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরি প্রার্থীরা। এ সময় সেখানে উপস্থিত হন পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহবায়ক রাশেদ ও নুরুল হক নুর।



আন্দোলনকারীরা এ হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেছেন। তারা বলেন, এই হামলায় তাদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর সহ অনেকে আহত হয়। এতে গোটা ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অন্যায়ভাব তাদের ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ আন্দোলনকারীদের।


এদিকে ছাত্রলীগ এই অভিযোগ অস্বীকার করে বলেছে, কোটা নিয়ে আন্দোলনকারীদের অন্তর্কলহের জের ধরে তাদের মধ্যে এই হামলার ঘটনা ঘটেছে।


বিবার্তা/রাসেল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com