শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে স্মার্ট আইডি কার্ড বিতরণ
প্রকাশ : ১০ জুন ২০১৮, ১৮:২৫
বরিশাল বিশ্ববিদ্যালয়ে স্মার্ট আইডি কার্ড বিতরণ
বরিশাল ব্যুরো
প্রিন্ট অ-অ+

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদেরকে স্মার্ট আইডি কার্ড বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক।


রবিবার উপাচার্য কক্ষে ডিনবৃন্দ, ২২টি বিভাগের চেয়ারম্যানবৃন্দ ও উপস্থিত শিক্ষকদের মাঝে এ কার্ড বিতরণ করা হয়। তাদের কর্মক্ষেত্রে ব্যবহারের জন্য স্মার্ট আইডি কার্ড সিস্টেম কার্যক্রমের আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে স্মার্ট আইডি কার্ড বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।


এরপর পর্যায়ক্রমে দ্রুততার সাথে এই স্মার্ট আইডি কার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের প্রদান করা হবে।


উল্লেখ্য বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইতোপূর্বে যে ডিজিটালাইজেশনের প্রক্রিয়া চালু হয়েছিলো তারই ধারাবাহিকতার অংশ এই স্মার্ট আইডি কার্ড সিস্টেম।


বিবার্তা/আরিফুল/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com