শিরোনাম
ঢাবিতে আইটি প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সার্টিফিকেট বিতরণ
প্রকাশ : ৩১ মে ২০১৮, ২০:৩২
ঢাবিতে আইটি প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সার্টিফিকেট বিতরণ
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দেশের আইটি কোম্পানিগুলোর মধ্যমস্তরের কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের জন্য চালু হওয়া ‘অ্যাডভান্সড সার্টিফিকেশন ফর ম্যানেজমেন্ট প্রফেশনালস (এসিএমপি)’ কোর্সে প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।


বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এ সার্টিফিকেট প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোস্তফা জব্বার প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. একেএম সাইফুল মজিদ।


উল্লেখ্য, গত ৫ অক্টোবর ২০১৭ সালে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে ‘অ্যাডভান্সড সার্টিফিকেশন ফর ম্যানেজমেন্ট প্রফেশনালস (এসিএমপি)’ ফোর ডট ও কোর্স চালু করা হয়। কোর্সে ৮টি ব্যাচে প্রশিক্ষণ গ্রহণকারীর সংখ্যা ৩৫৮জন।


বিবার্তা/রাসেল/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com