শিরোনাম
বাকৃবির ডাইনিংয়ে কর্মরত শিশুরা পেলো নতুন জামা
প্রকাশ : ৩১ মে ২০১৮, ১৭:৫৫
বাকৃবির ডাইনিংয়ে কর্মরত শিশুরা পেলো নতুন জামা
বাকৃবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের একটি ব্যাচের শিক্ষার্থীরা হলের ডাইনিংয়ে কর্মরত শিশুদের মাঝে জামা বিতরণ করেছেন।


বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মাৎস্যবিজ্ঞান অনুষদীয় গ্যালারিতে ৪৬তম ব্যাচের (২০১৪-১৫ সেশন) শিক্ষার্থীদের উদ্যোগে ১৩টি হলের প্রায় ৩০ জন শিশুর হাতে নতুন জামা তুলে দেয়া হয়।


এ সময় মাৎস্যবিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. গিয়াসউদ্দিন আহমদ, মাছ চাষ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল হক, অধ্যাপক মোহাম্মদ সাজ্জাদ হোসেন, মাছ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মাহফুজুল হক, লেকচারার আল ইমরানসহ ৪৬তম ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



শাহজালাল হলের ডাইনিংয়ে কর্মরত সোহাগ অনুভূতি ব্যক্ত করে বলে, এবার ঈদে আর পুরনো জামা পরতে হবে না। নতুন জামা পরে বন্ধুদের সাথে ঘুরতে পারবো।


এ বিষয়ে ৪৬তম ব্যাচের শিক্ষার্থীরা বলেন, সমাজের অবহেলিত এই মানুষগুলোর পাশে আমাদেরই দাঁড়াতে হবে। তবেই সমাজ ও দেশ বদলে যাবে।


এ বিষয়ে অনুষদের ডীন অধ্যাপক ড. গিয়াসউদ্দিন আহমদ বলেন, এটা এক মহতী উদ্যোগ। আমার শিক্ষার্থীরা এমনটি ভেবেছে তাতে আমি গর্ববোধ করছি।


বিবার্তা/শাহীন/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com