শিরোনাম
জাবির আন্দোলনরত শিক্ষকদের সংবাদ সম্মেলন
প্রকাশ : ২০ মে ২০১৮, ১৫:৩৯
জাবির আন্দোলনরত শিক্ষকদের সংবাদ সম্মেলন
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কর্মকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে আন্দোলনরত শিক্ষকরা।


রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের গাণিতিক পদার্থ বিজ্ঞান অনুষদে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের ব্যানারে এ সংবাদ সম্মেলন করেন তারা।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সহযোগী অধ্যাপক ফরিদ আহমেদ বলেন, উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম অ্যাক্ট ১৯৭৩ এর ১১ (১) ও ১১ (২) ভুল ব্যাখা দিয়ে ক্ষমতা আকড়ে ধরে রেখেছেন। তিনি আইন লঙ্ঘন করে সিনেট সভা ঢাকছেন না। কোন কিছু তোয়াক্কা না করেই তিনি নির্বাচিত ডিন ও প্রশাসনিক দায়িত্ব নিয়োজিত শিক্ষকদের সরিয়ে দিচ্ছেন ও বির্তকিত শিক্ষকদের প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত করছেন।


এ সময় সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে উপাচার্য প্যানেল নির্বাচনের দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/শরিফুল /জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com