শিরোনাম
উপাচার্যের আশ্বাসে কর্মচারীদের সমাবেশ প্রত্যাহার
প্রকাশ : ২৪ এপ্রিল ২০১৮, ১৮:৪৬
উপাচার্যের আশ্বাসে কর্মচারীদের সমাবেশ প্রত্যাহার
বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কর্মচারী সমিতির প্রতিবাদ সমাবেশ উপাচার্যের আশ্বাসে প্রত্যাহার করা হয়েছে।


মঙ্গলবার সকালে প্রথম দিনের মত প্রশাসনিক ভবনের নিচে সমাবেশ শুরু হলে সকল কর্মচারী সমাবেশে যোগ দেয়। এতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, পরিবহন ব্যবস্থাসহ বিভিন্ন কর্মকাণ্ড বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সকল দফতরের কর্মকর্তারা।


একপর্যায়ে সমাবেস্থলে আসেন উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন। এসময় তিনি কর্মচারীদের আশ্বস্ত করে বলেন পরবর্তী রিজেন্ট বোর্ডে আপনাদের সকল দাবি-দাওয়া উত্থাপন করব এবং আপনাদের যে চারটি দাবি আছে সেগুলো অতি শীঘ্রই আমরা সমাধানের চেষ্টা করব।


উপাচার্যের বক্তব্যে আশ্বস্ত হয়ে বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির সভাপতি মোঃ রবিউল ইসলাম বলেন, আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেয়ায় ভিসি স্যারকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে প্রতিবাদ সমাবেশ প্রত্যাহার করে নিলাম। পরবর্তীতে আমাদের দাবি-দাওয়া মেনে নেয়া না হলে কঠোর আন্দোলনে যাওয়া হবে বলেও হুশিয়ারি দেন এ কর্মচারী নেতা।


বিবার্তা/সৈকত/নুর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com