শিরোনাম
শহীদ রনদা প্রসাদ রায় অ্যাওয়ার্ড পেলেন ঢাবির দুই শিক্ষার্থী
প্রকাশ : ২২ এপ্রিল ২০১৮, ১৮:০১
শহীদ রনদা প্রসাদ রায় অ্যাওয়ার্ড পেলেন ঢাবির দুই শিক্ষার্থী
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণিত বিভাগের দু’জন কৃতী শিক্ষার্থী ২০১৭ সালের বিএস সম্মান পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করায় তাদেরকে ‘শহীদ রনদা প্রসাদ রায় অ্যাওয়ার্ড অব একাডেমিক এক্সিলেন্স’ প্রদান করা হয়েছে।


রবিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শিক্ষার্থীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড মো. কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে গণিত বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. খোন্দকার মেজবাহউদ্দিন আহমেদ, ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক ড. অসীম সরকার এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামউজ্জামান উপস্থিত ছিলেন।


উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। তিনি বলেন, দেশে সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের নিরলসভাবে কাজ করতে হবে। উপাচার্য শহীদ রনদা প্রসাদ রায়ের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।


অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- রিয়া রাণী শিল ও সুধারঞ্জন রায়।


উল্লেখ্য, শহীদ রনদা প্রসাদ রায় ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের ছাত্র ছিলেন। ১৯৭১ সালের ২৫ মার্চ কালোরাতে বর্বর পাকিস্তানি বাহিনীর গুলিতে তিনি নিহত হন।


বিবার্তা/রাসেল/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com