শিরোনাম
কুবিতে বিএনসিসির প্রতিষ্ঠাবার্ষিকী
প্রকাশ : ২৪ মার্চ ২০১৮, ১০:৩৮
কুবিতে বিএনসিসির প্রতিষ্ঠাবার্ষিকী
কুবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকালে ক্যাম্পাসে শোভাযাত্রা বের করা হয়।


প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভার্স্কযের সামনে গিয়ে শেষ হয়।


এরপর প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এছাড়া অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের প্লাটুন কমান্ডার ড. মো. শামিমুল ইসলাম, ক্যাডেট আন্ডার অফিসার (সিউও) সোহান শেখ, ক্যাডেট সার্জন আব্দুর রহমান।


এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় রেজিমেন্টের ক্যাডেট, ল্যান্স কর্পোরাল, কর্পোরাল, সাজেন্টসহ প্লাটুনের অন্যান্য ক্যাডেটরা।


উল্লেখ্য, ২০০৯ সাল থেকে কুমিল্লার ময়নামতি রেজিমেন্টের অধীনে কাজ করে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুন। বিশ্বিবিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করে আসছে এই প্লাটুন।


বিবার্তা/লিটন/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com