শিরোনাম
‘উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ ও যোগ্য হতে হবে’
প্রকাশ : ২২ মার্চ ২০১৮, ২০:৫২
‘উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ ও যোগ্য হতে হবে’
কুবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী বলেছেন, উন্নয়নের স্বার্থে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ও যোগ্য হয়ে এ ধারা অব্যাহত রাখতে হবে। তবেই এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ। আর সেখানে নেতৃত্ব দিবে আজকের তরুণ সমাজ।


বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি অর্জনের ঐতিহাসিক সাফল্যকে সাধুবাদ জানিয়ে বৃহস্পতিবার বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শেষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।


বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় পরিবারের আয়োজনে উপাচার্যের নেতৃত্বে শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু’র ভাস্কর্যের সামনে এসে শেষ হয়।


আলোচনা সভায় উপাচার্য বলেন, বাংলাদেশের ইতিহাসে আজ একটি গুরুত্বপূর্ণ দিন। একসময় বাংলাদেশকে তুচ্ছতাচ্ছিল্য করে তলাবিহীন ঝুড়ি বলা হতো। আজ আমরা সে অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে অর্থাৎ স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জন করেছি। মাথাপিছু আয় বেড়ে মানুষ এখন স্বাবলম্বী হচ্ছে।


উপাচার্য আরো বলেন, অন্যায়, অবিচারকে সহ্য করাও অপরাধ। যারা অন্যায়কে প্রশ্রয় দেয় তারা কাপুরুষ। সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে। তবেই কাপুরুষ, দুর্বৃত্তরা কারো অনিষ্ট করতে না পেরে লেজ গুটিয়ে পালাবে।


এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


বিবার্তা/লিটন/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com