শিরোনাম
উন্নয়নশীল দেশে উত্তরণে ডুয়েটে আনন্দ শোভাযাত্রা
প্রকাশ : ২২ মার্চ ২০১৮, ১৭:৩৩
উন্নয়নশীল দেশে উত্তরণে ডুয়েটে আনন্দ শোভাযাত্রা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বে এখন বাংলাদেশের নতুন পরিচয় হলো মধ্যম আয়ের দেশ। এ অর্জন গৌরব, অহংকার ও আত্মমর্যাদার। এই অর্জনে সারাদেশের আনন্দ শোভাযাত্রার অংশ হিসেবে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে আলোচনা অনুষ্ঠান ও আনন্দ শোভাযাত্রা হয়েছে।


বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।


আলোচনা অনুষ্ঠানে উপাচার্য এ অনন্য অর্জনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপর তিনি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থাসহ দেশের সার্বিক উন্নয়নের চিত্র তুলে ধরেন। এছাড়া তিনি দেশের এ অর্জনকে অব্যাহত রাখার জন্য সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।



এরপর দুপুরে আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর উপাচার্যের পক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম সমাপনী বক্তব্য দেন।


বিবার্তা/বিজ্ঞপ্তি/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com