শিরোনাম
কুবিতে বেসিক আইটি কর্মশালা
প্রকাশ : ২১ মার্চ ২০১৮, ২০:৩৩
কুবিতে বেসিক আইটি কর্মশালা
কুবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আইটি সোসাইটির আয়োজনে বেসিক আইটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও আইটি সোসাইটির প্রধান উপদেষ্টা ও অধ্যাপক ড. ইমরান কবীর চৌধুরী এ কর্মশালার উদ্বোধন করেন । বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের ৪১১ নং কক্ষে সারাদিন এ কর্মশালা অনুষ্ঠিত হয়।


বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির যুগ্ম-সাধারণ সম্পাদক নাহিদ ইকবালের সঞ্চালনায় এবং সৈয়দ মাখদুম উল্লাহ’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমরান কবীর চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইকিউএসি’র ডিরেক্টর অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান, প্রোক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহ-সভাপতি মেহেদি হাসান ও সাধারণ-সম্পাদক এন.এম. রবিউল আউয়াল চৌধুরী, প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন আইটি সোসাইটির সাধারণ-সম্পাদক ফাহমিদ হাসান অনিকসহ সংগঠনের সদস্যবৃন্দ ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।


উপাচার্য ইমরান কবির বলেন,“আর স্বপ্ন নয় এবার বাস্তবতার মুখোমুখি হতে হবে। বিশ্ববিদ্যালয়ের সংকটের দিকে ইঙ্গিত দিয়ে বলেন, চারপাশে শুধু নাই নাই। ইচ্ছার সাথে আন্তরিকতা থাকলে একদিন স্বপ্ন পূরণ হবে।”


বিবার্তা/লিটন/সুমন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com