শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স পরীক্ষার ফল প্রকাশ
প্রকাশ : ১৯ মার্চ ২০১৮, ১৬:৫৪
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স পরীক্ষার ফল প্রকাশ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৭ সালের প্রথম বর্ষ অনার্স পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সোমবার এ ফল প্রকাশ করে কর্তৃপক্ষ।


এ পরীক্ষায় ৩০টি অনার্স বিষয়ে ৭৩৪ টি কলেজের ২৫৯ টি কেন্দ্রের মাধ্যমে মোট ৩ লাখ ৯১ হাজার ৭৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ৯৮ হাজার ৭৪ জন মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।


এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুরস্থ মূল ক্যাম্পাসের একাডেমিক ভবনের সিনেট হলে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ’র সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৮৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ৪ জন এমফিল এবং ৫ জন পিএইচডি ডিগ্রি গবেষককে ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়।


২০২০-২০২১ শিক্ষাবর্ষ থেকে কার্যকর চার বছর মেয়াদী এলএলবি (অনার্স), ব্যাচেলর অব স্পোর্টস (অনার্স), কোর্সসমূহের অধিভুক্তি রেগুলেশন, সিলেবাস ও রেগুলেশন অনুমোদন উল্লেখযোগ্য।


বিবার্তা/বিজ্ঞপ্তি/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com