শিরোনাম
কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ, পুলিশের বাধা
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:১৯
কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ, পুলিশের বাধা
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ সিভিল সার্ভিসসহ (বিসিএস) সকল প্রকার সরকারি-বেসরকারি নিয়োগে বিদ্যমান কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে চাকরিপ্রত্যাশী সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভে বাধা দিয়েছে পুলিশ।


রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে রবিবার বেলা ১১টার দিকে তারা বিক্ষোভ করতে গেলে দফায় দফায় পুলিশি বাধার সম্মুখীন হয়।


‘কোটা সংস্কার চাই’ নামে ফেসবুক গ্রুপের মাধ্যমে চাকরিপ্রার্থী হাজারো শিক্ষার্থীরা এই বিক্ষোভের আয়োজন করে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকা শহরের অধিকাংশ কলেজের হাজারো শিক্ষার্থীদের অংশগ্রহণ করে।


ঘোষিত কর্মসূচি অনুযায়ী আন্দোলনকারীরা শাহবাগ জাদুঘরের সামনে অবস্থান করতে যায়। তবে পুলিশের বাধার মুখে তারা সেখানে ১ ঘণ্টাও অবস্থান করতে পারেনি।


আন্দোলনকারীরা ক্ষোভ প্রকাশ করে বলেছে, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বারবার বাধা দিয়েছে। একটা যৌক্তিক আন্দোলনে পুলিশ বাধা দেয়ায় তীব্র নিন্দা জানান তারা।


আর পুলিশ বলছে, রাস্তায় যানজটসহ যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য তাদের তাড়াতাড়ি তুলে দেয়া হয়।



বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, পাঁচ দফা দাবিতে তাদের এ বিক্ষোভ।


দাবিগুলো হলো:
১. কোটা ব্যবস্থা সংস্কার করে ৫৬ % থেকে ১০% এ নিয়ে আসতে হবে।


২. কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে।


৩. চাকরি নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না।


৪. কোটায় কোনো ধরণের বিশেষ নিয়োগ পরীক্ষা দেয়া যাবে না।


৫. চাকরির ক্ষেত্রে সবার জন্য অভিন্ন কাট মার্কস ও বয়সসীমা করতে হবে।


এর আগে ১৭ ফেব্রুয়ারি শাহবাগ জাদুঘরের সামনে কোটা সংস্কারের দাবিতে মানববন্ধন করে চাকরিপ্রত্যাশী এই শিক্ষার্থীরা। একইদিন মুক্তিযোদ্ধাদের সন্তানরা কোটা বহাল রাখার দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন করে।


বিবার্তা/রাসেল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com