শিরোনাম
শহীদমিনারে জবি পরিবারের শ্রদ্ধাঞ্জলি নিবেদন
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:০২
শহীদমিনারে জবি পরিবারের শ্রদ্ধাঞ্জলি নিবেদন
শহীদমিনারে জবি পরিবারের শ্রদ্ধাঞ্জলি
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।


বুধবার প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন তিনি। এসময় দাড়িয়ে থেকে এক মিনিট নিরবতা পালনের মধ্যদিয়ে ভাষা শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।


এদিকে, দিনগত রাত ১২.০১ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত শহীদ মিনারে উপাচার্যের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. নুর মোহাম্মদসহ অন্যান্য শিক্ষকরা। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দফতরের পক্ষ থেকে আলাদা আলাদা ভাবে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।


এছাড়াও জবি শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, উদীচী শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ ছাত্র মৈত্রী, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টসহ অন্যান্য সংগঠনের পক্ষে থেকে একে-একে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এসময় ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়।


বিবার্তা/আদনান/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com