শিরোনাম
জাবিতে ছাত্র ফ্রন্টের সভাপতি সুস্মিতা সম্পাদক দিদার
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ০২:২৯
জাবিতে ছাত্র ফ্রন্টের সভাপতি সুস্মিতা সম্পাদক দিদার
জাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সম্মেলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টে ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে সুস্মিতা মরিয়ম ও সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ দিদারকে নির্বাচিত হয়েছেন।


সোমবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে ‘নবীন বরণ ও ত্রয়োদশ সম্মেলন-১৮’ শীর্ষক অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইমরান হাবিব রুমন ও সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স।


১৫ সদস্যে বিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি সম্পদ অয়ন মারান্ডী, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান (শোভন), দপ্তর সম্পাদক নিশাত তাসনিম (জুঁই), অর্থ সম্পাদক সুমাইয়া ফেরদৌস, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমাইয়া আরেফিন (শিশির), পাঠাগার সম্পাদক রোজিনা আহমেদ (স্বর্ণা), স্কুল বিষয়ক সম্পাদক কামরুন্নাহার শারমিন, সহ-সম্পাদক শাহাদাত নোমান। এছাড়া সদস্য হিসেবে মো. তানজিরুল ইসলাম (রিফাত), আব্দুল কাইয়ুম, জাহিদুল জাহিদ নির্বাচিত হয়েছেন।


সোমবার সকাল ১১টায় জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে জাতীয় পতাকা এবং সংগঠনের পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সম্মেলনের উদ্বোধন করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স। উদ্বোধন শেষে র‌্যালি অনুষ্ঠিত হয়। এরপরে সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে আলোচনা সভা ও নবীন বরণ অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস বলেন, যে পরিবেশে একটা শিক্ষার্থী বড় হয়নি, যে সামাজিকীকরণের মধ্য দিয়ে একজন শিক্ষার্থী যায়নি, বিশ্ববিদ্যালয় এসে এই পরিবেশ দেখেন, ক্ষমতাশীলদের নিপীড়নের মধ্যে পড়েন। এখন যেন বিশ্ববিদ্যালয় এর শিক্ষকতা নিছক চাকরি ব্যতীত কিছু নয়, আপনিও ভাববেন, অন্যায়ের সময় আপনি কোন ধরণে প্রতিবাদ করছেন, কোন ধরণের পরিবর্তন এনেছেন।


আলোচনা সভা শেষে চারণ সাংস্কৃতিক কেন্দ্র’র প্রযোজনায় বাক্সবন্দী নাটক মঞ্চস্থ হয়। এ সময় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি ইমরান হাবিব রুমন, সাবেক সভাপতি জনার্দন দত্ত নান্টু, জাবি শাখার সাবেক সভাপতি প্রমুখ উপস্থিত ছিলেন।


বিবার্তা/জোবায়ের/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com