শিরোনাম
জাবিতে উপাচার্য প্যানেল নির্বাচন দেয়ার দাবিতে স্মারকলিপি
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০১৮, ১২:১৪
জাবিতে উপাচার্য প্যানেল নির্বাচন দেয়ার দাবিতে স্মারকলিপি
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৯৭৩’র অধ্যাদেশ সমুন্নত রাখার স্বার্থে অবিলম্বে উপাচার্য প্যানেল নির্বাচন দেয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামকে স্মারকলিপি দিয়েছে আওয়ামী পন্থী সিনেট সদস্যরা।


উপাচার্যের কার্যালয়ে গিয়ে মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সিনেট সদস্য শরীফ এনামুল কবিরের নেতৃত্বে ৩৯ জন সিনেট সদস্য ফারজানা ইসলামের হাতে স্মারকলিপি তুলে দেন।


এ সময় সিনেট সদস্যরা অবিলম্বে উপাচার্য প্যানেল নির্বাচণে স্বচ্ছতা নিশ্চিত করার স্বার্থে পরবর্তী মেয়াদের উপাচার্য না আসা পর্যন্ত যে কোনো নতুন নিয়োগ বন্ধ রাখতে, এডহক দৈনিক ও মাস্টাররোল ভিত্তিক নিয়োগ সম্পূর্ণ বন্ধ করা, বিশেষ বিবেচনায় বাসা বরাদ্দ বন্ধ রাখা, সেশনজ্যামের অভিশাপ থেকে শিক্ষার্থীদের মুক্তি দিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা ও জাকসু নির্বাচন দেয়াসহ ১২টি দাবি জানান তারা।


১২টি দাবি বাস্তবায়ন না হলে সিনেট সদস্যরা ক্যাম্পাসে উপাচার্যের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি দেন। এদিকে বর্তমান উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২ মার্চ।


১২টি দাবি পাওয়ার পরে উপাচার্য সাংবাদিকদের জানিয়েছে আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি তিনি সব নিয়ম মেনেই উপাচার্য প্যানেল নির্বাচন ঘোষণা করবেন।


বিবার্তা/শরিফুল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com