শিরোনাম
সিটি বিশ্ববিদ্যালয়ের সিএসই ৪৬তম ব্যাচের ওরিয়েন্টেশন
প্রকাশ : ২০ জানুয়ারি ২০১৮, ২৩:০৩
সিটি বিশ্ববিদ্যালয়ের সিএসই ৪৬তম ব্যাচের ওরিয়েন্টেশন
সাদির হোসেন রাহিম
প্রিন্ট অ-অ+

সিটি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চলতি ৪৬তম ব্যাচের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশে ওরিয়েন্টেশনের মধ্য দিয়ে বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার আয়োজিত এ অনুষ্ঠানে অধ্যাপক মোঃ জাকারিয়া হোসাইনের উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ শাখাওয়াত হোসেন।


এ সময় শাখাওয়াত হোসাইন বলেন, দেশপ্রেম জাগ্রত করে 'ডিজিটাল নবজাগরণে' স্বাধীন বাংলাদেশকে এগিয়ে নিতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি ৪৬তম ব্যাচের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে নিষ্ঠার সাথে শিক্ষা অর্জন করে নিজেদের ভবিষ্যত উজ্জ্বল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।


এ সময় আরো উপস্থিত ছিলেন সিএসই বিভাগের প্রধান মোঃ সাফায়াত হোসাইন, কো-অর্ডিনেটর আয়েশা সিদ্দিকা, জালাল বিন নোমান, অধ্যাপক রাজু আহমেদ, আতাউস সামাদ ও আতাউল্ল্যাহ ভূইয়া।


সিএসই বিভাগের প্রধান সাফায়াত হোসেন এদিন ক্লাসে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়গুলো উপস্থাপন করেন। এসময় প্রেজেন্টেশনের মাধ্যমে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের মৌলিক জ্ঞান আহরণের দিক নির্দেশনা প্রদান করা হয়।


বিবার্তা/রাহিম/শাহনেওয়াজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com