শিরোনাম
অবশেষে অনশন ভাঙলেন মাদ্রাসা শিক্ষকরা
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০১৮, ১৬:৩৬
অবশেষে অনশন ভাঙলেন মাদ্রাসা শিক্ষকরা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অবশেষে আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করলেন স্বতন্ত্র ইবতেদিয়া মাদ্রাসার আন্দোলনরত শিক্ষকরা।


শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মোঃ আলমগীর হোসেনের প্রতিশ্রুতিতে আমরণ অনশন ভঙ্গ করেন শিক্ষকেরা।


মাদ্রাসা শিক্ষাবোর্ড কর্তৃক রেজিস্ট্রেশনপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার এমপিওভুক্তির দাবিতে ১ জানুয়ারি থেকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকেরা। এরপর ৮ জানুয়ারি থেকে তারা আমরণ অনশন শুরু করেন।


তৃতীয় দফা বৈঠকের পর আন্দোলনরত শিক্ষকদের অনশন ভাঙাতে মঙ্গলবার বেলা ২টায় প্রেসক্লাবের সামনে যান সচিব আলমগীর।


সেখানে তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, আমরা ইতোমধ্যে আপনাদের তথ্য সংগ্রহ করে মন্ত্রী বরাবর পাঠিয়েছি। মন্ত্রী আস্বস্ত করেছেন আপনাদের দাবি মেনে নিয়ে কার্যকরী পদক্ষেপ নেয়া হবে। তাই আপনারা আন্দোলনে প্রত্যাহার করে বাড়ি ফিরে যান এবং পাঠদানে মনযোগী হন।


এই কথা জানিয়ে সচিব শিক্ষকদের অনশন ভাঙার অনুরোধ করেন। পরে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী রুহুল আমিন চৌধুরী অনশন ভঙ্গের ঘোষণা দেন।


এই ঘোষণার পর সচিব ও তার সঙ্গে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তারা মাদ্রাসাশিক্ষকদের পানি ও শরবত পান করিয়ে অনশন ভঙ্গ করান।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com