‘ক্ষমতার মসনদ থেকে কীভাবে টেনে নামাতে হয় ছাত্রদল জানে’
প্রকাশ : ২০ মে ২০২৫, ২১:০২
‘ক্ষমতার মসনদ থেকে কীভাবে টেনে নামাতে হয় ছাত্রদল জানে’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িত প্রকৃত খুনিদের অতিদ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্রদল।


২০ মে, মঙ্গলবার বিকেল ৩টার পর প্রায় দু’ঘণ্টা রাজধানীর অন্যতম ব্যস্ত এই এলাকায় সড়ক অবরোধ করে রাখে ছাত্রদল।


সড়ক অবরোধ করে ছাত্রদলের নেতাকর্মীরা আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, বিচার বিচার বিচার চাই, সামান্য হত্যার বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস, দফা এক দাবি এক, ভিসি-প্রক্টরের পদত্যাগ ইত্যাদি স্লোগান দেন।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি-প্রক্টরের পদত্যাগও চান ছাত্রদলের নেতাকর্মীরা। ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, সাম্য হত্যাকাণ্ডের ৭ দিন পার হয়ে গেলেও প্রকৃত খুনিদের গ্রেপ্তার করতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন। জুলাই গণঅভ্যুত্থানে যে সাম্যের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তারা ক্ষমতায় বসেছে, সেই সাম্য হত্যাকাণ্ডের পরে প্রতিবাদে তাদের এখনো কোনো কথা বলতে শুনলাম না। অতিদ্রুত যদি সাম্যের হত্যাকাণ্ডের প্রকৃত খুনিদের গ্রেপ্তার করে বিচার করতে না পারেন, আমরা যমুনা ঘেরাও করবো। একদল শিক্ষার্থীকে দেখছি সাম্যের হত্যাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। তারা এটা বন্ধ না করলে তাদের দাঁতভাঙা জবাব দেবে ছাত্রদল।


ঢাবি উপাচার্যকে উদ্দেশ করে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়াজ আহমদ খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা করেছেন। তিনিও একজন বহিরাগত। আমাদের আকাঙ্ক্ষা ছিল তিনি আমাদের নিরাপদ ক্যাম্পাস উপহার দেবেন। কিন্তু তার আমলে আমার ভাই সাম্য হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তাই এই ভিসিকে নিজের ব্যর্থতার দায় স্বীকার করে অতিদ্রুত পদত্যাগ করতে হবে। যদি তা না করেন ছাত্রদল জানে কীভাবে ক্ষমতার মসনদ থেকে টেনে নামাতে হয়।


ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির বলেন, শাহরিয়ার আলম সাম্য হত্যার ৭ দিন অতিবাহিত হয়েছে কিন্তু আমরা জানতে পারিনি সাম্যের প্রকৃত হত্যাকারী কারা। ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশের বিভিন্ন প্রান্তে ছাত্রদলের নেতা কর্মীদের টার্গেট করে হত্যা করা হচ্ছে। একইভাবে আমাদের ভাই সাম্যকে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় নির্মমভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা। ছাত্রদলের আর কোনো নেতাকর্মীর গায়ে যদি আঘাত করা হয় তাহলে সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ছাত্রদল দুর্বার আন্দোলন গড়ে তুলবে।


তিনি আরও বলেন, সাধারণ শিক্ষার্থী নামে গুপ্ত সংগঠনের কিছু নেতাকর্মী সাম্যের হত্যাকাণ্ডের মোটিভ বদলাতে বিভিন্ন ন্যারেটিভ তৈরি করছে। সেই গুপ্ত সংগঠন ছাত্রশিবির সাম্য হত্যার প্রতিবাদ জানিয়ে যে বিবৃতি দিয়েছিল তা আমরা প্রত্যাখ্যান করছি। আপনারা সাম্যের হত্যার মোটিভ বদলাতে গিয়ে আপনাদের দেওয়া বিবৃতির কার্যকারিতা নষ্ট করেছেন।


ছাত্রদল সাধারণ সম্পাদক সরকারের প্রতি আহ্বান জানান, শাহরিয়ার আলম সাম্যের হত্যাকারীদেরকে অতিদ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যায় প্রশাসনের ব্যর্থতার দায় নিয়ে ভিসি এবং প্রক্টরের পদত্যাগের দাবি জানান তিনি।


কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, সাম্য হত্যার দায়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু আমাদের নিশ্চয়তা দেওয়া হয়নি যে এই তিনজনই সাম্য হত্যার প্রকৃত খুনি। ৭ দিন অতিবাহিত হওয়ার পর তাদের ৪ দিনের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে। কাল বিলম্ব করে সাম্যের প্রকৃত খুনিদের এখনও গ্রেপ্তার করা হয়নি। এই মামলাকে গতকাল ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে, তারাও আমাদের আশ্বস্ত করতে পারেনি যে এই তিনজনই প্রকৃত খুনি। ছাত্রদল টানা ৭ দিন সাম্য হত্যার বিচারের দাবিতে রাজপথে কর্মসূচি পালন করছে, আমরা আমাদের ভাই হত্যার বিচার রাজপথ থেকে আদায় করবো।


অবস্থান কর্মসূচিতে সাম্যের বাবা ফকরুল আলম সংহতি জানিয়ে বলেন, আমার ছেলে সাম্যের হত্যার বিচার দাবিতে বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ করার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন।


শাহবাগ অবরোধ করে এ অবস্থান কর্মসূচিতে কেন্দ্রীয় ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ ঢাকার বিভিন্ন কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com