ইবিতের ধর্ষণবিরোধী আন্দোলন অব্যহত
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ২৩:১০
ইবিতের ধর্ষণবিরোধী আন্দোলন অব্যহত
ইবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত ও নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্দোলন অব্যহত রয়েছে।


সোমবার (১০ মার্চ) একই দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ, শাখা ছাত্রদল ও ইসলামী ছাত্র আন্দোলন।


দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করে শাখা ছাত্রদল। এসময় শাখা ছাত্রদলের আহŸায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমি মিথুনের নেতৃত্বে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এদিকে দুপুর আড়াইটার দিকে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত ও নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করে ইংরেজী বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। এছাড়া একই দাবিতে দুপুর সাড়ে তিনটার দিকে মাননববন্ধন করে ইসলামী ছাত্র আন্দোলন ইবি শাখার নেতাকর্মীরা।


মানবন্ধনে শিক্ষক-শিক্ষার্থীরা বলেন, আমাদের দেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আছে কিন্তু সেই আইনের প্রয়োগ নাই। আমরা বলতে পারি না, শেষ কবে একজন ধর্ষকের ফাঁসি হয়েছে। আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। নতুবা নতুন আইন প্রণয়ন করা হোক এবং যে রায় হবে তা কার্যকর করা হোক।


বিবার্তা/তাজমুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com