ডিকাব মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন তিন সাংবাদিক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ২২:২১
ডিকাব মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন তিন সাংবাদিক
কূটনৈতিক প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দক্ষ ও সৃজনশীল প্রতিবেদনের মাধ্যমে পররাষ্ট্র বিষয়ক গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার স্বীকৃতি হিসেবে 'ডিকাব মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫’ পেলেন তিন কূটনৈতিক সাংবাদিক। তারা হলেন দৈনিক আমাদের সময় এর কূটনৈতিক প্রতিবেদক আরিফুজ্জামান মামুন, যমুনা টেলিভিশনের ফরেন অ্যাফেয়ার্স এডিটর মাহফুজুর রহমান মিশু এবং সারাবাংলা ডট নেট এর কূটনৈতিক প্রতিবেদক অপূর্ব কুমার পিকে।


২১ ডিসেম্বর, রোববার ফরেন সার্ভিস একাডেমিতে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) আয়োজিত অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং ঢাকা ট্রিবিউন সম্পাদক ও জুরি বোর্ডের প্রধান রিয়াজ আহমেদ বিজয়ীদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট ও অর্থ সম্মাননার স্মারক তুলে দেন।


বর্তমান ভূ-রাজনৈতিক বাস্তবতায় গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে পররাষ্ট্র বিষয়ে নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলায় কূটনৈতিক সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও কূটনৈতিক সাংবাদিকরা দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতার মাধ্যমে দেশের স্বার্থে আরও কার্যকর অবদান রাখবেন।


ঢাকা ট্রিবিউন সম্পাদক রিয়াজ আহমেদ বলেন, কূটনীতিকে কোন নির্দিষ্ট ন্যারেটিভে আটকে না থেকে বহুমাত্রিক দৃষ্টিকোন থেকে সংবাদ পরিবেশন করে এই বিটের সাংবাদিকরা স্বতন্ত্র পেশাদারিত্ব বজায় রেখেছে। কূটনৈতিক সাংবাদিকতায় ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণের প্রশংসা করে তিনি আরও বলেন, বাংলাদেশের কূটনৈতিক সাংবাদিকরা আঞ্চলিক অনেক দেশের তুলনায় বেশি পেশাদার।


অনুষ্ঠানে অন্যদের মধ্যে ডিকাব সভাপতি এ কে এম মঈনউদ্দিন ও সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন বক্তব্য রাখেন।


উল্লেখ্য, ২০২৪ সালে প্রথমবারের মতো ডিক্যাব মিডিয়া অ্যাওয়ার্ড চালু করে সংগঠনটি।


একই অনুষ্ঠানে সৃজনশীল লেখক হিসেবে ডিকাবের চারজন সদস্যকে বিশেষ সম্মাননা দেয়া হয়। তারা হলেন ডিকাবের সাবেক সভাপতি ও দেশকাল নিউজের মাসুদ করিম, ভিউজ বাংলাদেশের রাশেদ মেহেদী, ডিবিসি নিউজের ইশরাত জাহান ঊর্মি এবং আলাপের নাহিদ হোসেন।


ইনসাফ বারাকাহ হাসপাতালের সঙ্গে ডিকাবের চুক্তি: পুরস্কার প্রদান ও লেখক সম্মাননা শেষে ডিকাব সদস্য ও তাদের পরিবারের জন্য হ্রাসকৃত মূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা হয়।


এ সময় ডিকাব প্রেসিডেন্ট ও সাধারণ সম্পাদক ছাড়াও উপস্থিত ছিলেন বারাকাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. রুহুল আমিন, ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের জেনারেল ম্যানেজার মোজাফফর হাসান খান মজলিস, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আব্দুল কুদ্দুস এবং বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ মোহাম্মদ সাদ আব্দুল্লাহ।


বিবার্ত/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com