অবশেষে পোষ্য কোটায় ফেল করা শিক্ষার্থীদের ভর্তি বাতিল
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩, ২২:০৬
অবশেষে পোষ্য কোটায় ফেল করা শিক্ষার্থীদের ভর্তি বাতিল
বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ফেল করা ২ শিক্ষার্থীকে পোষ্য কোটায় ভর্তি করা বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সভায় ফেল করা শিক্ষার্থীদের ভর্তি বাতিল করা হয়েছে।


উপাচার্য ড. এ কিউ এম মাহবুব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় ০৯/১২/২০২৩ খ্রি. তারিখে অনুষ্ঠিত ৩৭তম রিজেন্ট বোর্ড সভার ৩৭/২ নং সংশোধিত সিদ্ধান্ত অনুসারে জিএসটির নির্ধারিত পাশ মার্কস (৩০ নম্বর) এর কম পেয়ে যারা ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে পোষ্য কোটায় ভর্তি হয়েছেন তাদের ভর্তি বাতিলের সিদ্ধান্ত গৃহীত হবে।


এ ছাড়া বিজ্ঞপ্তিতে এ ধরনের কাজের জন্য রিজেন্ট বোর্ড সভা উপাচার্যের প্রতি অসন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে নির্ধারিত পাশ মার্কস এর নিচে পোষ্য কোটায় ভর্তি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এ বিষয়ে উপাচার্য ড. একিউএম. মাহবুব বলেন, ‘একটা দুঃখজনক কারণ হলো যে, ৩০ নম্বরের নিচে পেলে বাতিল হয়ে যায়। পোষ্য কোটায় অনেক সিট ফাঁকা আছে, পোষ্য কোটায় ১৪ -১৫ জন ভর্তি হওয়ার কথা কিন্তু মাত্র ১-২ জন ভর্তি হতে পারছে ৩০ এর উপরে ছিল তাই। ৩০ এর নিচে আরও ৪-৫ জন আছে, আমি অ্যাকাডেমিক কাউন্সিলে নিয়েছিলাম, শিক্ষকরা বললেন স্যার ২০ পর্যন্ত হইলে অ্যালাউ করেন। তখন ২০ পর্যন্ত ২ টাকে নিচ্ছিলাম।’


তিনি আরও বলেন, ‘কর্মকর্তা-কর্মচারীরা আমাদের মতো ভালো ভালো স্কুল কলেজে পড়াতে পারে না, এজন্য তখন অ্যাকাডেমিক কাউন্সিলের মতামত নিয়ে আমি দিয়েছিলাম। পরে ওনারা বলেন এটা ৩০ এর নিচে, একে বাদ দিয়ে দেন। আর কিছু না।’


উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ৩১তম অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় পোষ্য কোটায় ভর্তির ক্ষেত্রে ন্যূনতম নম্বর ৩০ এর পরিবর্তে ২০ নির্ধারণ করা হয়েছিল এবং পোষ্য কোটায় ফেল করা দুই শিক্ষার্থীকে ভর্তি করানো হয়েছিল।


বিবার্তা/অহনা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com