জবি শিক্ষার্থী খাদিজার মুক্তির দাবিতে জাবিতে বিক্ষোভ মিছিল
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ১৫:৫৯
জবি শিক্ষার্থী খাদিজার মুক্তির দাবিতে জাবিতে বিক্ষোভ মিছিল
জাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ডিজিটাল নিরাপত্তা আইনে করা দুই মামলায় এক বছর ধরে কারাগারে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।


২৭ আগস্ট, রবিবার দুপুর ১:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহীদ মিনার, বটতলা থেকে ট্রান্সপোর্ট চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।


মিছিল পরবর্তী সমাবেশে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী ফাইজা মেহজাবিন প্রিয়ন্তীর সঞ্চালনায় বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী প্রাপ্তি তাপসী দে।


তিনি বলেন,‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা যাকে শুধুমাত্র একটি ওয়েবিনার হোস্ট করার অপরাধে ৩৬৫ দিন ধরে জেলে থাকতে হচ্ছে। সে বাংলাদেশের ছাত্র রাজনীতির অবস্থা সহ রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে যৌক্তিক প্রশ্ন করেছেন যেগুলো সকল স্বাধীন নাগরিকের বলার অধিকার থাকা উচিত। অথচ এর জন্য তাকে অসুস্থ্য অবস্থায় জেল খাটতে হচ্ছে।’


তিনি আরো বলেন,‘খাদিজার প্রসঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিশ্চুপ, খাদিজার বড় বোন বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা চাইতে গেলে প্রক্টর তাকে অপমান করেছে। ৬ বার খাদিজার জামিন নাকচ হয়েছে, একটি ২০-২১ বছরের একটা মেয়েকে এই রাষ্ট্রের কিসের এত ভয়? এই রাষ্ট্রের সরকারের সমালোচনা করলেই তারা গলা টিপে ধরছে। এটা একটা স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য হতে পারে না। এই জমায়েত থেকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই খাদিজাকে অবিলম্বে মুক্তি দিতে হবে, তাকে তার শিক্ষাজীবন ফিরিয়ে দিতে হবে, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরকে জবাবদিহি করতে হবে।’


আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী সুমাইয়া জাহান বলেন,‘অল্প বয়স্ক একটা মেয়েকে এভাবে জামিন নাকচ করে কেনো রেখে দেয়া হচ্ছে? রাষ্ট্রের প্রশ্নে এত ভয় কেনো? এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট মূলত ক্ষমতাসীনদের জন্য, এই অ্যাক্ট এর মাধ্যমে সাধারণ জনগণকে নিপীড়ন ছাড়া আর কিছু করা হচ্ছে না। খাদিজার যে সকল ক্ষতি হয়েছে সেগুলো সরকারের সম্পূর্ণ পুষিয়ে দিতে হবে।’


উল্লেখ্য, মিছিলে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।


বিবার্তা/আয়েশা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com