জাতীয় শোক দিবস পালনে শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির ৮ নির্দেশনা
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ১১:২৪
জাতীয় শোক দিবস পালনে শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির ৮ নির্দেশনা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

স্কুল-কলেজ ও মাদরাসাসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনে ৮টি নির্দেশনা দেওয়া হয়েছে। যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।


বৃহস্পতিবার (২০ জুলাই) দিনগত রাতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী- আওতাধীন সব দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাতবার্ষিকীতে ‘জাতীয় শোক দিবস ২০২৩’ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করতে হবে।


৮ দফা নির্দেশনা:
>> ১৫ আগস্ট (মঙ্গলবার) সব দপ্তর বা শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে হবে।


>> বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সব দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবে।


>> পোস্টারের মাধ্যমে সংশ্লিষ্ট অফিসসমূহে প্রচারের ব্যবস্থা গ্রহণ, মাসজুড়ে ব্যানার প্রদর্শন, পোস্টার বা ব্যানারে বঙ্গবন্ধুর ছবি ছাড়া অন্যকিছু ব্যবহার না করা এবং এলইডি বোর্ড থাকলে বঙ্গবন্ধুর ওপর নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন।


>> বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক বক্তৃতার আয়োজন।


>> স্ব স্ব কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন, জাতীয় শোক দিবসের সঙ্গে সঙ্গতিপূর্ণ আলোচনা সভা, কবিতা পাঠ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী এবং দোয়া মাহফিল বা উপাসনার আয়োজন, শিক্ষার্থীদের বয়সভিত্তিক গ্রুপে বিভক্ত করে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক বিষয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন ও পুরস্কার বিতরণ ব্যবস্থা এবং সুবিধাজনক সময়ে আলোচনা সভার আয়োজন।


>> জাতীয় কর্মসূচিতে অধিদপ্তরের আওতাধীন কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিতকরণ।


>> বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’, ‘সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’, ‘আমার দেখা নয়াচীন’ এবং বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক শিশুদের জন্য প্রকাশিত বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক সব গ্রন্থ শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক ক্রয় ও পাঠের ব্যবস্থা এবং বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান, কৃতি শিক্ষার্থীদের উপহার হিসেবে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।


>> সব কর্মকর্তা-কর্মচারীকে ১ আগস্ট থেকে মাসব্যাপী কালো ব্যাজ ধারণ করতে হবে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com