সাত কলেজের কলা ইউনিটের ফল প্রকাশ
প্রকাশ : ২২ জুন ২০২৩, ২০:৫৯
সাত কলেজের কলা ইউনিটের ফল প্রকাশ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে (স্নাতক) কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পাসের হার ৭২ শতাংশ।


২২ জুন, বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশিত হয়। ভর্তিচ্ছুরা লগইন করে ফলাফল দেখতে পারছেন।


কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় আবেদন করেছেন ৩৭ হাজার ২৮২ জন। এ ইউনিটে আসন রয়েছে ৯ হাজার ৯৭৯টি।


এছাড়া ব্যবসায় শিক্ষা ইউনিটে আসন সংখ্যা ৪ হাজার ৮৯২টি ও বিজ্ঞান ইউনিটে আসন ৮ হাজার ৬১৯টি। তিন ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ১ লাখ ১ হাজার ২৯টি।


চলতি বছরে ঢাবি অধিভুক্ত রাজধানীর সাত কলেজে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে (স্নাতক) শিক্ষার্থী ভর্তির জন্য তিনটি ইউনিটে মোট আসন রয়েছে ২৩ হাজার ৪৯০টি।


এর মধ্যে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আসন সংখ্যা ৯ হাজার ৯৭৯টি, ব্যবসায় শিক্ষা ইউনিটে আসন সংখ্যা ৪ হাজার ৮৯২টি এবং বিজ্ঞান ইউনিট মোট আসন সংখ্যা ৮ হাজার ৬১৯টি।


বিবার্তা/রাসেল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com