ঢাবির কলা অনুষদের ভর্তি পরীক্ষায় ৯১ শতাংশই ফেল
প্রকাশ : ০৭ জুন ২০২৩, ১৮:০৩
ঢাবির কলা অনুষদের ভর্তি পরীক্ষায় ৯১ শতাংশই ফেল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।


৭ জুন বেলা একটার দিকে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলে ৯১ শতাংশ শিক্ষার্থীই ফেল করেন। মোট পাস করেছেন ১১ হাজার ১৬৯ জন শিক্ষার্থী।


বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, এবার কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে মোট পরীক্ষা দিয়েছে ১ লাখ ১৫ হাজার ২২৩টি। তাদের মধ্যে পাস করেছেন ১১ হাজার ১৬৯ জন শিক্ষার্থী, যা মোট শিক্ষার্থীর ৯ দশমিক ৬৯ শতাংশ। ৯০ দশমিক ৩১ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন। এবার এই ইউনিট থেকে ২৯৩৪ জন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন।


এর আগে গত ৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও দেশের আটটি বিভাগের পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।


বিবার্তা/ইমন/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com