
রাজবাড়ীর পাংশায় গাছ থেকে সাজনা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল আজিজ শেখ ওরফে ফাজু মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
২৯ এপ্রিল, সোমবার দুপুর ৩ টার দিকে পাংশা পৌরসভার কোরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত আব্দুল আজিজ শেখ ওরফে ফাজু মিয়া পাংশা পৌরসভার ৫নং ওয়ার্ড কোরাপাড়া গ্রামের আব্দুল লতিফ মোল্লার ছেলে।
পরিবার ও পুলিশ জানায়, আব্দুল আজিজ শেখ বাড়ির পাশের গাছ থেকে সাজনা পাড়তে উঠে। গাছের উপর দিয়ে যাওয়া ৩৩ কে.ভি
ভোল্ট বিদ্যুৎ এর তার সাজনা গাছের ডালে বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং তিনি মারা যান। ১ ঘণ্টা পরে বিদ্যুৎ অফিসের সহায়তায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে লাশ নিচে নামানো হয়।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি স্বপন কুমার মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ বিদ্যুৎ অফিসের সহায়তায় ১ ঘণ্টার চেষ্টায় আব্দুল আজিজ শেখকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে থাকা চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বিবার্তা/মিঠুন/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]