
জামালপুরের মেলান্দহে উপজেলার দুরমুঠ মাজারের মাসব্যাপী ওরস হতে ১১ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে মেলান্দহ থানা পুলিশ।
২৯ এপ্রিল, সোমবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
এর আগে রবিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হজরত শাহ কামাল (র.) এর মায়ের মাজার হতে তাদের আটক করে।
আটককৃতরা হলেন, মানিকগঞ্জের মো. রেজাউল করিম (৫৭), কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাচমারা গ্রামের মো. আশরাফুল ইসলাম (৪৫), কুষ্টিয়ার মিরপুর উপজেলার মোহাম্মদ উজ্জ্বল মিয়া (৪০)।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মেলান্দহ থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে।
মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে দুরমুঠ হজরত শাহ কামালের মায়ের মাজারের সামনে মাদক বেচাকেনা হচ্ছে। এ সংবাদে উপ পরিদর্শক মাসুদ রানার নেতৃত্বে একদল পুলিশ সদস্য সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা কর৷ পালানোর সময় পুলিশ সদস্যরা মাদক কারবারিদের আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে প্লাস্টিকের বাজারের ব্যাগে আশরাফুল ইসলামের কাছে ৫ কেজি, রেজাউল করিমের কাছে ৩ কেজি, উজ্জ্বল মিয়ার কাছে ৩ কেজি গাঁজা উদ্ধার হয়।
এ ব্যাপারে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
বিবার্তা/ওসমান/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]