জাবিতে সহকারী প্রক্টরের দায়িত্বে নতুন দুই মুখ
প্রকাশ : ১৭ মে ২০২৩, ১৮:৩৮
জাবিতে সহকারী প্রক্টরের দায়িত্বে নতুন দুই মুখ
জাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সহকারী প্রক্টরের দায়িত্ব পেয়েছেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক রওশন আরা আঁখি ও বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক তানভীর আহমেদ।


১৭মে, বুধবার বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।


অফিস আদেশে বলা হয়, নির্ধারিত ২জন শিক্ষককে যোগদানের তারিখ হতে ২ বছরের জন্য সহকারী প্রক্টর নিয়োগ করা হলো। তারা প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন।


তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রভাষক তানভীর আহমেদ বলেন,‘এই পদে যোগ্য মনে করেছেন বলেই উপাচার্য মহোদয় আমাকে এই দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব পালনের জন্য শিক্ষার্থীদের সহযোগিতা প্রয়োজন। আশা করি সকলের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষায় ও নিরাপত্তা যেন বজায় থাকে সে জন্য যথাযথভাবে কাজ করে যাব।’


বিবার্তা/আয়েশা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com