শিক্ষা
ঢাবিতে দু'দিনব্যাপী পরিবেশ বিতর্ক প্রতিযোগিতা শুরু
প্রকাশ : ১৬ মে ২০২৩, ১৬:৪৬
ঢাবিতে দু'দিনব্যাপী পরিবেশ বিতর্ক প্রতিযোগিতা শুরু
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে শুরু হয়েছে দু'দিনব্যাপী ১০ম আন্ত:বিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্ক প্রতিযোগিতা।


মঙ্গলবার (১৬মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।


অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, পরিবেশ দূষণ রোধে শিক্ষার্থী ও তরুণ সমাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পরিবেশ দূষণ রোধে বিশেষ করে পলিথিনের ব্যবহার নিয়ন্ত্রণ এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে এই বিতর্ক প্রতিযোগিতা কার্যকরী ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


দু'দিনব্যাপী এই প্রতিযোগিতায় সরকারি ও বেসরকারি ১৬টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছে।


বিবার্তা/ওমর ফারুক/এনএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com