
রাজধানীর চকবাজারের ইসলামবাগে একটি ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে মো. শফিকুল ইসলাম (২৩) নামের এক যুবক নিহত হয়েছে। সে পেশায় কাপড় ব্যবসায়ী ছিলেন বলে স্বজনরা জানিয়েছেন।
শুক্রবার (১৭ মে ) রাত পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পরে স্বজনেরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে দশটায় তাকে মৃত ঘোষণা করেন।
নিহতকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা তার চাচা হাজী মুহাম্মদ বাদল মিয়া জানান, আমার ভাতিজা শফিকুল ইসলাম ইসলামপুরে আমার সাথে কাপড়ের ব্যবসা করত। আজ শুক্রবার ছুটির দিন থাকায় সন্ধ্যায় প্রচণ্ড গরমে সে ৬ তলার ছাদে উঠে। সেখান থেকে অসাবধানতাবশত নিচে পড়ে যায়। পড়ে তাকে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসা তাকে মৃত বলে জানান।
তিনি আরও বলেন, তাদের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি থানায়। শফিকুল সাহেব রামপুর গ্রামের মো. আব্দুর রশিদের ছেলে। বর্তমানে ৯৭/১ ইসলামবাগে পঞ্চম তলায় ভাড়া বাসায় থাকতো।
ঢামেক পুলিশ ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে। বিষয়টি চকবাজার থানাকে জানানো হয়েছে।
বিবার্তা/বুলবুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]