
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পানির পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মুরাদ হাসান (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ মে) দুপুরে উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের জিয়াবাড়ি দক্ষিণ দুয়ারী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ওই ছাত্র জিয়াবাড়ি দক্ষিণ দুয়ারী গ্রামের মতিউর রহমানের ছেলে।
তিনি সরকারি শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির।
স্থানীয় ও নিহতের স্বজনরা জানান, দুপুরে জুম্মার নামাজ পড়ার জন্য গোসল করতে টিউবওয়েলের কাছে গিয়েছিল মুরাদ হাসান। এ সময় পানির পাম্পের সুইচ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয় সে।
পরে তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মুরাদকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]