‘শিক্ষকেরা পথ নির্দেশনার আদর্শ মানুষ’
প্রকাশ : ১০ মার্চ ২০২৩, ১৯:০৩
‘শিক্ষকেরা পথ নির্দেশনার আদর্শ মানুষ’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

শিক্ষকরা এখনো সংকটে সঠিক পথ নির্দেশনার আদর্শ মানুষ বলে মনে করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। তিনি বলেন, ‘শিক্ষক এখনো দেশ গড়ে, সমাজ গড়ে। শিক্ষক এখনও শ্রেষ্ঠ সম্পদ। এখানে যারা উপস্থিত আছেন, তাদের প্রত্যেকের পরিবার আছে। আপনারা শিক্ষকদের কাছ থেকে যেমন মূল্যবোধ শিখেছেন, আপনাদের সন্তানদেরও সেই একই মূল্যবোধে বড় করছেন। শিক্ষকদের কাছ থেকে পাওয়া প্রিয় মূল্যবোধগুলো সন্তানদের শেখানোর মধ্য দিয়ে আদর্শ সমাজ তৈরি হচ্ছে। আমাদের প্রিয় মূল্যবোধগুলো যতবেশি ছড়িয়ে পড়বে, বাংলাদেশ ততবেশি সুন্দরতম হয়ে উঠবে।’


১০ মার্চ শুক্রবার রাজধানীর বিয়াম মিলনায়তনে ঢাকা কমার্স কলেজের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সিলভার জুবলি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য ড. মশিউর রহমান।


উপাচার্য ড. মশিউর রহমান আরও বলেন, ‘সংস্কৃতিতে, সুস্থতায় গৌরবের সঙ্গে বাংলাদেশ মানস গঠন করে চলেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। কারণ আমাদের শিক্ষার্থীরা দেশপ্রেমিক হয়, দুর্নীতিপরায়ণ হয় না। আমাদের শিক্ষার্থীরা আদর্শিক হয়, মূল্যবোধের হয়। তারা অপসংস্কৃতিতে যায় না। এসব শিক্ষার্থীরা বাংলাদেশকে ধারণ করে, মুক্তিযুদ্ধকে ধারণ করে। ধারণ করে প্রিয় দেশমাতৃকা এবং পতাকা।’


ঢাকা কমার্স কলেজের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান ফারহানা সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান, ঢাকা কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু মাসুদ, উপাধ্যক্ষ প্রফেসর মো. ওয়ালি উল্লাহ, মো. আখতার হোসেন, মো. ইব্রাহিম খলিল, মাহবুব আলম বিদ্যুত প্রমুখ।


বিবার্তা/রাসেল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com